সীতাকুণ্ড সৈকতে নিখোঁজ দুই ছাত্রের অবশেষে সন্ধান মিলেছে

সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ডের বাশঁবাড়ীয়ায় সৈকতে নিখোঁজ কুমিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গত রাত ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহত দুই শিক্ষার্থী হলেন- কুমিল্লা জেলার আলী হাসান মারুফ (২৩) ও ভৈরব উপজেলার এনায়েত চৌধুরী (২২)।

কুমিরা নৌ পুলিশ জানায়, স্থানীয়রা নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ ভাসতে থেকে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে। নিহত শিক্ষার্থীদের পরিবারের লোকজন আসছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

শিরোনাম