সীতাকুণ্ডে ভাসুর ও ভাসুরের স্ত্রীর হাতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন


চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবড়িয়া ইউনিয়নের রহমতের পাড়া ১নং ওয়ার্ডে বুধবার আনোয়ার হোসেন কিবরিয়ার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে তার বড় ভাই গোলাম মোস্তফা ও তার স্ত্রী স্বপ্না বেগম মিলে পিটিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে প্রচার করে গৃহবধূ রোকসানা নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, গত বুধবার বিকেলে গৃহবধূ রোকসানা আক্তার ( ৩০)কে লাঠি দিয়ে পিটিয়ে মাথায় রক্তাক্ত করে হত্যার করে ভাসুর ও ভাসুরের স্ত্রী। এ ব্যাপারে মামলা হয়েছে। ঘাতক ভাসুর ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।


শিরোনাম