সিলেট জেলা বিএনপির নেতা কামাল খুন

নিজস্ব প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপি নেতা আফম কামালকে কুপিয়ে খুন করা হয়েছে। রাত ৯ টার দিকে সিলেট নগরীর আম্বরখানা বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফম কামাল সিলেটের পরিচিত মুখ। তিনি জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ল’কলেজের সাবেক জিএস।

পুলিশ জানায়- আফম কামাল রোববার রাত ৯ টার দিকে নগরীর আম্বরখানা বড় বাজার এলাকা দিয়ে প্রাইভেট কার যোগে যাচ্ছিলেন। এ সময় তাকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপায় সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত আফম কামালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী রাজুকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম