সিলেট জেলা আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী

স্টাফ রিপোর্টারঃ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কে হারলো, কে জিতলো এ নিয়ে আলোচনা সিলেটে। আওয়ামী লীগের নেতারা ফলাফলে সন্তুষ্ট। কারণ সিলেট জেলা বারের এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া দু’জনই হচ্ছেন আওয়ামীপন্থি আইনজীবী। ফলে নির্বাচনের ফলাফল নিয়ে উচ্ছ্বাস আওয়ামী লীগে। আর এটি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

একইসঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি’র মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দলের নেতাকর্মীরা নানাভাবে সমালোচনায় বিদ্ধ করছেন দলের সিনিয়র নেতাদের। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা গেছে, জেলা আইনজীবী সমিতির সাবেক একাধিকবারের সভাপতি ও বিএনপি নেতা এটিএম ফয়েজ আওয়ামীপন্থি আইনজীবী সরওয়ার আহমদ চৌধুরী আব্দালের কাছে পরাজিত হয়েছেন। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদেও আইনজীবী ফোরামের সমর্থিত প্রার্থী মসরুর চৌধুরী শওকত পরাজিত হয়েছেন জোবায়ের বখত জুবেরের কাছে।

ফলাফল ঘোষণার পর ভারতে অবস্থান করা সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান তার ফেসবুক আইডিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন। নাসির উদ্দিন খান নিজেও একজন আইনজীবী

শিরোনাম