সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারালো অটোরিকশার ৬ যাত্রী

সিলেট প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ সকাল ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়,নিহতদের মধ্যে পাঁচজন সিএনজির যাত্রী, অন্যজন মাইক্রোবাসের চালক। সংঘর্ষের পর মাইক্রোবাস ও সিএনজি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পানিতে পড়ে যায়। নিহত ৬ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জের কালিবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন ও ইসলামপুর গ্রামের কালন মিয়া।

শিরোনাম