সিলেটে ঘরের উপর গাছপড়ে ও বজ্রপাতে একই পরিবারে ৩ জনসহ নিহত-৮

নিজস্ব প্রতিনিধিঃ
নববর্ষের প্রথম দিনে বজ্রপাতে ও ঘরের উপর গাছ পড়ে সিলেটে একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেছে ৮ ব্যক্তির। কাল বৈশাখী ঝড় ও বজ্রপাতে মা-ছেলে-মেয়ে, বাবা-ছেলেসহ ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে পৃথক ঘটনায় এই ৮ জনের মৃত্যু হয়।

জানা গেছে,ভোরে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঝড়ে তিন জনের মৃত্যু হয়। সকালে জেলার শাল্লা উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়। ভোর ৪টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামে ঝড়ে ঘরের ওপর গাছচাপা পড়ে মা-মেয়ে ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সুলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫), তার মেয়ে মাহিমা আক্তার (৪) ও ছেলে হোসাইন মিয়া (১)। এ ঘটনায় ঐ পরিবারগুলোতে বইছে শোকের মাতম।

শিরোনাম