সিলেটে কোরআন পোড়ানোর ঘটনায় ২ জন আটক

সিলেট প্রতিনিধিঃ
সিলেটে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোরআন শরীফ পুড়িয়ে ফেলার বিষয়টি স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে- আটক দু’জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গত রোববার রাতে এ ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটে নগরের আখালিয়াস্থ ধানুপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও আশপাশ এলাকায়। হাজার হাজার জনতা বিক্ষুব্ধ হয়ে ওই স্কুল ঘেরাও করে রাখে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে জনতাকে সরিয়ে ওই দু’ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

শিরোনাম