সিলেটের জাফলংয়ে দর্শনার্থীদের মারপিট,গ্রেফতার-৫

সিলেট প্রতিনিধিঃ
সিলেটের জাফলংয়ে পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টার সংলগ্ন এলাকায় দুই নারী ও শিশুসহ বেশ কয়েকজন পর্যটকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে জাফলং টিকিট কাউন্টারের স্বেচ্ছাসেবকরা লাঠি নিয়ে পর্যটকদের ওপর এ হামলা করেন।

জানা যায়, টিকিট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে কাউন্টারের লোকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠিসোটা দিয়ে পর্যটকদের পেটাতে শুরু করেন। তখন পাশে থাকা এক তরুণী ও কোলে শিশু নিয়ে এক নারী এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালান স্বেচ্ছাসেবকরা। এ ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে।

শিরোনাম