সিরাজুল আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হলো বায়তুল মোকাররম মসজিদে

সংবাদ জমিন রিপোর্টঃ
স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান সংগঠক সিরাজুল আলম খানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমের জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক, বিএনপি নেতা আবদুস সালাম প্রমুখ।

পারিবারিক সিদ্ধান্তে বাতিল করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনের জানাযা।নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে রাজনীতির এই রহস্যপুরুষকে। উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ‘দাদাভাই খ্যাত’ সিরাজুল আলম খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

শিরোনাম