সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ পৌর এলাকার মিলনমোড় ও থানারোড এলাকাবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরে পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
পরে বিকাল ৫টার সময় ভাঙ্গাবাড়ী মসজিদের সামনে আবারো সংঘর্ষে বাঁধে। এসময় কয়েকটি ককটেল নিক্ষেপ করে রজমান নামের একজনের বাড়ীতে আগুন ধরিয়ে দেয়।এসময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে অন্যান্য আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।