সিরাজগঞ্জের প্রয়াত সেই বাপ্পী লাহিড়ী উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী !
সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
বাংলাদেশের সিরাজগঞ্জের সেই প্রয়াত বাপ্পী লাহিড়ী উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী। উপমহাদেশের প্রয়াত বিখ্যাত এ সঙ্গীত শিল্পীর আদিবাড়ী সিরাজগন্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর। বাপ্পী লাহিড়ীর পূর্বপুরুষরা ছিলেন বিখ্যাত লাহিড়ী পরিবার তৎকালীন জমিদার, বৃটিশ বিরোধী আন্দোলনে এই পরিবারটি সক্রিয় ভূমিকা পালন করেন।
ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথ স্থাপনের সময় বাপ্পী লাহিড়ীর পিতা পরেশ লাহিড়ীর পিতামহ অমূল্য লাহিড়ীর কাছ থেকে চাটমোহর থেকে উল্লাপাড়া পর্যন্ত রেলপথের বহু জায়গা কিনে নেয় ব্রিটিশ রেলকোম্পানি। তারা ছিলেন, পাবনা তথা সিরাজগঞ্জের প্রতাপশালী সনাতন ব্রাহ্মণ জমিদার।
ঐ স্টেশনের নাম করতে চেয়েছিল মোহনপুর। কারণ গ্রামের নামও মোহনপুর। কিন্তু স্টেশনের জায়গার জমি যেহেতু জমিদার নিজেই দান করেছিলেন, তাই স্টেশনের নাম হয় লাহিড়ী পরিবারের নামে, “লাহিড়ী মোহনপুর”। ১৭ ফেব্রুয়ারী পালিত হলো তার প্রয়াণ দিবস। তার প্রয়াণ দিবসে তার ভক্ত ও অনুরাগীরা তার আত্মার শান্তি কামনা করেছেন।