সিরাজগঞ্জের বেলকুচিতে পিতার হাতে শিশু সন্তান খুন, পিতা আটক

সংবাদ জমিন, অনলাইন ডেস্কঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীর সাথে ঝগড়া করে জুনায়েদ (২) নামের এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে তারই পিতা।এ ঘটনায় ওই শিশুর পিতা হযরত আলী মুন্সি (৩৫) কে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার দুপুরে বেলকুচি পৌর এলাকার সূবর্ণসাড়া নিশি বয়ড়া গ্রামে স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্ত্রীর সাথে ঝগড়া করে শিশু জুবায়েলকে তার পিতা গলায় দড়ি পেছিয়ে হত্যা করে। পরে দড়ি দিয়ে বাড়ির পাশে আওয়াল মুন্সির তাঁত ঘরের বাটামের সাথে ঝুলিয়ে রাখে। ছেলেকে দেখতে না পেয়ে জুবায়েলের মা লিপি খাতুন খোঁজাখুঁজি করে। এরই এক পর্যায়ে তাঁত ঘরে প্রবেশ করলে জুবায়েলকে ঝুলন্ত অবস্থায় তার বাবাকে পাশে দেখতে পায়। তখন চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে তার পিতা পালিয়ে যাবার চেষ্টা করে। পরে তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে জুবায়েলের লাশ উদ্ধার ও ঘাতক পিতাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম