সিটি মেয়রসহ ১ হাজার ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সারা দেশে সিটি মেয়রসহ ১৮৭৬ জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে।এ ক্ষেত্রে সিটি করপোরেশনগুলোয় অতিরিক্ত সচিব ও সমমর্যাদার কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও ডিসিরা প্রশাসকের দায়িত্বে থাকবেন।

অপরদিকে উপজেলা পরিষদে দায়িত্ব পালন করবেন ইউএনও।পৌরসভার দায়িত্বে জেলায় কর্মরত স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)।

শিরোনাম