সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ে মুজিব বর্ষে গাছ রোপণ কর্মসূচি

মোঃ ছামির হোসেন ঃঃ
সম্প্রতি সিংগাইর উপেজলা মাধ্যমিক শিক্ষা অফিসার,সিংগাইর মানিকগঞ্জের সার্বিক সহযোগিতায় ও সিংগাইরসরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় মুজিববর্ষে গাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুজিববর্ষে গাছ রোপণ-পরিবেশ সংরক্ষণ শীর্ষক মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্ট ভিত্তিক শিখন কার্যক্রম অনুষ্ঠানে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মুজিববর্ষে গাছ রোপণ করেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। অন্যান্যদের মধ্যে গাছ রোপণে অংশ নেন বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষাঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মনোয়ার হোসেন, সভাপতিমানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্রাম হোসাইন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ মনিরুজ্জামান খান,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম আরিফুররহমান,সাবেক জাতীয় ক্রীড়াবিদ,সভাপতি শারীরিক শিক্ষাবিদ সমিতি,চেয়ারম্যান, গ্রিনক্লাব,বরেণ্য সাংবাদিক ও প্রখ্যাত কলামিস্ট মো.আলতাফ হোসেন প্রমুখ।

জাতীয় শিক্ষা ক্রমের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলে ৬ষ্ঠ শ্রেণিরশিক্ষার্থীদের অংশ গ্রহণের শিখন-শিখানো কার্যক্রমের অংশ হিসেবে‘মুজিববর্ষে গাছ রোপণ-পরিবেশসংরক্ষণ’শীর্ষকপ্রজেক্ট ভিত্তিকশিখনকার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়াহয়েছে। যার দ্বারা সংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন করা হবে।

এই প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রমের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিরশিক্ষার্থীরাগাছ রোপণ ও পরিচর্যায় দক্ষ হয়েওঠবে,গাছেরপ্রতিভালোবাস তৈরি হবে। প্রকল্পবাস্তবায়নেরবিভিন্নপর্যায়েরবিভিন্নরুপান্তরযোগ্য দক্ষতা যোগাযোগ,সুক্ষ্ম চিন্তন,সিদ্ধান্তগ্রহণ,সমস্যাসমাধানও সৃজনশীল দক্ষতাইত্যাদি অর্জনকরবে। সেই সাথে বৈশ্বিকউষ্ণতারবিরূপপ্রভাব মোকাবেলা ও বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ সম্পর্কে জানতে পারবে। পরিবেশের সমস্যা ও তা মোকাবিলা করতে শিখবে। সেই সাথে কর্মসূচির মাধ্যমে বাড়িতে,বাগানে,ছাদে, বারান্দায় বা জানালার ও পরে শিক্ষার্থীদের গাছ লাগাতে আগ্রহ তৈরি হবে এবং পরিবেশ বিপর্যয়ের কবল থেকে রক্ষাপাবে।

শিরোনাম