সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের বিশেষ ট্রুপ মিটিং

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের আয়োজনে আজ ২৩ জুলাই,২০২২ শনিবার বিশেষ ট্রুপ মিটিং বিদ্যালয়ের গ্রুপ সভাপতি ও প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ আক্রাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ট্রুপ মিটিং এর কর্মসূচি অনুযায়ী ধারাবাহিকভাবে স্কাউট আইন,প্রতিজ্ঞা,সালাম,কর্মদন দড়ি ও প্রাথমিক প্রতিবিধানসহ অন্যান্য কার্যক্রম করা হয়।

ট্রুপ মিটিং এ বিভিন্ন কৌশলে মনোরম পরিবেশে আনন্দদায়ক ও আকর্ষণীয় করা হয়। ট্রুপমিটং এ নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে অশ্বখুরাকৃতিতে স্কাউটবৃন্দ দাঁড়িয়ে অবস্থান নেয়। উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস,সিংগাইর মানিকগঞ্জ, জাতীয় ক্রীড়াবিদ,গবেষক,সাংবাদিক ও কলামিস্ট এবং বিদ্যালয়ের স্কাউট ইউনিট লিডার স্কাউটার মো. আলতাফ হোসেনসহ স্কাউটার মো. মানিক মিয়া (উডব্যাজার) স্কাউট ইউনিট লিডার খোকাখুকি আমিও পারবো ওপেন স্কাউট গ্রুপ এবং স্কাউটবৃন্দ।

শিরোনাম