সিংগাইর-মানিকগঞ্জ সড়কে ১০দিনে ৫টি দুর্ঘটনা : নিহত-১ : আহত-৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
লকডাউনেও থামছে না হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কের দুর্ঘটনা। ১০ দিনের ব্যবধানে ৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন। আহত হয়েছে কমপক্ষে ৫ জন।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোরে ঢাকা অভিমুখী একটি ইটবাহী ট্রাক খাদে পড়ে গেলে চালকসহ আহত হয় ২ জন। তবে তারা আশংকামুক্ত। এর দুইদিন আগে সড়কের গাজিন্দা মাদ্রাসার সামনে চলন্ত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে অপর একটি থামানো ট্রাককে ধাক্কা দিলে চালক নিহত হয়। আহত হয় ১ জন। জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডের নিকটে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় ১ জন। তার অবস্থা গুরুতর। দুর্ঘটনার ঘটনা ঘটেছে মেদুলিয়াতে। আহত হয়েছে একাধিক যাত্রী। এছাড়া সিংগাইর বাসস্ট্যান্ডের অদূরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আদম আলী নামে এক ব্যাক্তি আইসিইউতে ভর্তি আছে।

এসব দুর্ঘটনার ব্যাপারে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে কোন সদুত্তর মেলেনি।

শিরোনাম