সিংগাইর-মানিকগঞ্জ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত-২

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
সিংগাইর-মানিকগঞ্জ মরণ ফাঁদ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে,বুধবার (১১ আগস্ট) দুপুরের দিকেগোবিন্দল কৃষাণ পাড়া গ্রামের ইউসুফ মোল্লার পুত্র রাহাত ওরফে শুভ (২২) মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঋষিপাড়া বাসস্ট্যান্ডের নিকটে পৌঁছলে বেপরোয়া একটি সিএনজির ধাক্কায় মোটর সাইকেল আরোহী শুভ ও আয়ুব আলীর পুত্র তারই চাচাত ভাই সালাম (২১) গুরুতর আহত হয়।

আহতদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার শুভকে মৃত ঘোষণা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সালাম হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

শিরোনাম