সিংগাইর-মানিকগঞ্জ সড়কে নিহত ইমামের পরিবারে চলছে ক্রন্দনের মাতম

 

স্টাফ রিপোর্টার ঃঃ
সিংগাইর-মানিকগঞ্জ সড়কের বিন্নাডাঙ্গি বাসস্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবুল নামের এক ব্যক্তি নিহতের পর এবার প্রাণ হারালেন এক মসজিদের ইমাম। মহামারী করোনার চেয়েও ভয়ংকর এখন সিংগাইর-মানিকগঞ্জ সড়ক।

জানা যায়, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা মোল্লা পাড়া জামে মসজিদের ইমাম রুহুল আমিন (৫২) কর্মস্থল থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে সাইকেলযোগে ধল্লা এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাস্তা বাসস্ট্যান্ডে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাকে হাসপাতালে নেয়া হলে পরের দিন তিনি না ফেরার দেশে চলে যান।

শিরোনাম