সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি ঃঃ
সিংগাইর-মানিকগঞ্জ সড়কে এবার প্রাণ হারালো পুলিশ সদস্য। জানা যায়,ধামরাই উপজেলার কৃষ্ণনগর গ্রামের জিন্নত আলীর ছেলে ও মিরপুর শাহআলী থানায় কর্মরত কনস্টেবল মোঃমিজানুর রহমান(৪৫) নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে রবিবার বাড়ি ফিরছিল।
দুপুর সাড়ে ১২ টার দিকে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর এলাকার আজিজ পেট্রোল পাম্পের নিকট পৌঁছলে মোটরসাইকেল, সিএনজি ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত
ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। সিংগাইর থানার ওসি আসলাম হোসেন সংবাদ মাধ্যমকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।