মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
সিংগাইর-মানিকগঞ্জ সড়কে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ী এলাকায় এই শুক্রবার রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পিলারচর এলাকার শাহিন প্রামানিক ও তার ভাগনে রফিক খান। মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
জানা যায়, ওই অ্যাম্বুলেন্সটি মূলত রাজধানী থেকে যাত্রী নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের কালীবাড়ি নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসআই লুৎফর জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।