সিংগাইর-মানিকগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত-১,আহত একাধিক

স্টাফ রিপোর্টারঃ
সিংগাইর-মানিকগঞ্জ সড়কে ট্রাক ও হ্যালো বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন। আহতের সংখ্যা একাধিক।

জানা গেছে,রোববার(২৯ জানুয়ারী)দুপুরের দিকে সড়কে অরঙ্গবাদ নামক স্থানে হ্যালো বাইক ও ট্রাকের মুখোমিুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে হ্যালোবাইকের আরোহী রাজা মাস্টার মারা যায়। এ সময় আহত হয় হ্যালো বাইকের একাধিক যাত্রী। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। থানা-পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম