সিংগাইর-মানিকগঞ্জ মহাসড়কে সিএনজি দুর্ঘটনায় আহত হয়-২

কোহিনূর ইসলাম রাব্বিঃ
সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাকুম খেজুর বাগান সেতুর নিকটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার রাত পার হতে না হতেই সকালে সড়কের বারাইভিকরা বাসস্ট্যান্ডে সিএনজি দুর্ঘটনায় আহত হয়েছে ২ জন। তাদের অবস্থা গুরুতর।

জানা গেছে,সোমবার(১০ অক্টোবর)আনুমানিক সকাল ১১টার দিকে সিংগাইর থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি সড়কের বারাইভিকরা স্ট্যান্ডে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফলের দোকানে ঢুঁকে পড়ে।এতে সিএনজির ২ যাত্রী গুরুতর আহত হয়।আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।তবে এদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শিরোনাম