সিংগাইর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে ভেজাল গুঁড়

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে ভেজাল গুঁড়। পবিত্র রমজান মাসেও এই সিন্ডিকেটের ব্যবসা থেমে নেই। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে ক্রেতা সাধারণ।

খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে ৯-১০জন গুঁড় ব্যবসায়ী রয়েছে। এসব গুঁড় ব্যবসায়ীরা ক্রেতা সাধারণকে আকৃষ্ট করার জন্য রং কিংবা ক্যামিক্যাল মিশিয়ে দেদারছে গুঁড় বিক্রি করছে। সম্প্রতি এক ক্রেতা ভেজাল গুঁড় ক্রয় করে প্রতারিত হন। হাতে-নাতে ধরে সে ভেজাল গুঁড় ফেরত দেয়া হয়। ভেজাল গুঁড় বিক্রেতা জানান, এসব আমরা করিনি, যাদের কাছ থেকে কিনেছি তারা করেছে এসব। অপর এক ব্যবসায়ী জানান, টিন ভর্তি যেসব গুঁড় আসে সেসব গুঁড় ভেজাল। আমাদের কিছুই করার নেই। ক্রেতা সাধারণ এসব ভেজাল গুঁড় বিক্রি বন্ধে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

শিরোনাম