সিংগাইর পৌর মেয়র বাশার পৌরবাসীর দুঃখ লাঘবে সদা সচেষ্ট

 

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মোঃ বাশার পৌরবাসীর দুঃখ লাঘবে সদা সচেষ্ট। নগর পিতা হিসেবে শুরু থেকেই তিনি সিংগাইর পৌরসভাকে দৃষ্টিনন্দন, ডিজিটাল পৌরসভা হিসেবে কিভাবে রুপান্তরিত করা যায়, তার জন্য আ-প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চেষ্টা করছেন কিভাবে পৌরসভাকে ১ম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা যায়?

ইতিমধ্যে দায়িত্ব গ্রহণের পর তিনি পৌরবাসীর বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণসহ বিভিন্ন সমস্যা সমাধান করেছেন। বিভিন্ন সমস্যার অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। আর এ ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে অতীতে অপচয় করা হয়েছে মোটা অংকের টাকা। কাজের কাজ কিছুই হয়নি। ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় বর্ষাকালে পৌরবাসীর ভোগান্তির যেন অন্ত নেই।

এক পশলা বৃষ্টি হলেই নিমজ্জিত হয় রাস্তাঘাট। যেখানে তলিয়ে যাচ্ছে সেখানেই হাজির হচ্ছেন নগর পিতা। বৈরি আবহাওয়া তার গতিরোধ করতে পারছে না। মেয়র আবু নাঈম মোঃ বাশার সমাজিক মাধ্যমে জানান, সাময়িকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। অচিরেই মাস্টার প্লানের মাধ্যমে এর স্থায়ী সমাধান করব ইনশাল্লাহ।

শিরোনাম