সিংগাইর পৌর এলাকায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, লম্পট আলামিন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। লম্পট ধর্ষক আলামিনকে গ্রেফতার করেছে সিংগাইর থানা-পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার পৌর সদরের আঙ্গারিয়া ১ নং আবাসনের মোঃ শহীদের পুত্র আলাআমি (২২) ১৪ অক্টোবর রাতে ওই আবাসনের ১৪ বছরের এক প্রতিবন্ধিকে গলাকেটে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনাটি সালিশের নামে ভিকটিম পরিবারকে মামলা থেকে বিরত রাখে একটি প্রভাবশালী মহল। বিচার না মেয়ে অবশেষে ভিকটিম পরিবার থান-পুলিশের আশ্রয় নিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ধল্লার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর বলেন, রোববার (৯ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। ছবি-প্রতিকী

শিরোনাম