নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ঐতিহাসিক বাজেট পেশ করা হয়েছে।বৃহস্পতিবার(৩০ জুন) দুপুরে পৌরসভার মেয়র আবু নাঈম মো:বাশারের সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা বেগম ইরানীর পরিচালনায় অনুষ্ঠিত বাজেট পেশ করার অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মানিকগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো:সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও দিপন দেবনাথ।
বক্তব্য রাখেন ওসি সফিকুল ইসলাম মোল্লা,মানিকগঞ্জ জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা:আনোয়ারা খাতুন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শহিদুর রহমান শহিদ,সায়েদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওবায়েদুল হক। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ভিপি সমেজউদ্দিন,সামসুল হক,কাউন্সিলর কামাল হোসেন, পৌরসভার সহকারী ইঞ্জি.আব্দুল মান্নান খান,হিসাব রক্ষক আনিসুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা মোসা. তাজিয়া ইসলাম,উচ্চমান সহকারি সাইদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবারের বাজেটের উল্লেখযোগ্য বিষয় ছিল পৌরসভার ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ। ২৯ কোটি ১২ লক্ষ ২৫ হাজার,৯’শ ২৫ টাকার বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪,০১,২০,০০০ টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে ২৪,৪৬,৩২০০০টাকা। উভয় খাতে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ৩,৬১,৯২০০০ টাকা ও ২৪,৪২,৭৮০০টাকা। বাজেটে স্থিতি ধরা হয়েছে ১,০৭,৫৫,৯২৫ টাকা।
বাজেটের সমাপনী ভাষণে মেয়র আবু নাঈম মো:বাশার বলেন,সকলের সহযোগিতা পেলে আমি একটি দৃষ্টি নন্দন পৌরসভা উপহার দিতে পারবো ইনশাল্লাহ।