সিংগাইর থানা হঠাৎ পরিদর্শনে পুলিশ সুপার আজাদ খান

 

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর থানা হঠাৎ পরিদর্শনে মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান। এ সময় পুলিশ সুপার গোলাম আজাদ খানের আগমনে সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেল মোহাঃ রেজাউল হক এবং অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্লা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

রোববার ( ১ আগস্ট) হঠাৎ পরিদর্শনকালে থানার সকল অফিসার,পুলিশ সদস্যরা প্যারেড অকারে সালাম প্রদর্শন করে তাকে সন্মান জানান। এরপর তিনি তাৎক্ষণিক অফিসার ও পুলিশ সদস্যদের নিয়ে জরুরী সভায় মিলিত হন।

সব বিষয়ে খোঁজ খবর নেন। পুলিশ সুপার, সঠিক দায়িত্ব পালনের উপর গুরুত্ব দেন। এ সময় তিনি থানা কম্পাউন্ড পরিদর্শন করেন।

শিরোনাম