সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যার দৃষ্টান্ত !
সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম মোল্যা অধিনস্থ সকল অফিসার ও ফোর্সদের নিয়ে সিংগাইর বাসীকে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য বদ্ধপরিকর। অধিনস্থ অফিসার ও ফোর্সদের কাজের গতি ত্বরান্ত্বিত করার লক্ষ্যে সকলে উৎসাহ প্রদান করা সহ প্রতি মাসে মাসিক কনফারেন্স আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন।
তারই ধারাবাহিকতায় গত ৩০ জুন মাসের শেষে দিনে অফিসার ও ফোর্সদের কাজের মূল্যয়নের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বদলীজনিত কারণে একজন কনস্টবলকে বিদায় সংবর্ধনা আয়োজন করেন। এ সময় সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোহাঃ রেজাউল হক, অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম মোল্যা, ইন্সপেক্টর(তদন্ত) জনাব আবুল কালাম পিপিএম সহ থানার সকল অফিসার- ফোর্স ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআই শেখ তারিকুল ইসলাম, এএসআই মোঃ আশরাফুল ইসলাম, কনস্টেবল মোঃ সোলায়মান, আসাদুজ্জামান, মোঃ কামরুল ইসলাম, মোঃ হামিদুল ইসলাম ও মোরছালিনদেরকে পুরস্কার প্রদান করা সহ বিদায়ী কনস্টবল মোঃ সাইদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম মোল্যা ইতোপূর্বেও এ ধরণের অনুষ্ঠান আয়োজন করেছেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখবেন মর্মে সকল অফিসার ও ফোর্স আশাবাদ ব্যক্ত করেছেন।( প্রেস বিজ্ঞপ্তি)