কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ কর্তৃক উদ্ধারকৃত নবজাতককে নিঃসন্তান দম্পত্তির নিকট হস্তান্তর ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা গেছে,৭ জুলাই ভোর অনুমান ৬ ঘটিকার সময় কে বা কারা সিংগাইর থানাধীন বলধারা ইউনিয়নের বড়বাকা সাকিনস্থ জনৈক মোঃ আরিফ হোসেনের বন্ধ মুদি দোকানের সামনে ১ দিন বয়সের নবজাত পুত্র শিশুকে ফেলে রেখে চলে যায়। মুদি দোকানের পার্শ্ববর্তী রংমালা বেগম (৩০), স্বামী-ফরহাদ হোসেন এর দৃষ্টিগোচর হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সিংগাইর থানা পুলিশ সংবাদ প্রাপ্ত হয়। উক্ত সংবাদ প্রাপ্ত হওয়ার পর তাৎক্ষণিক সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতক শিশুকে উদ্ধার করেন। মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপারমোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম(বার) মহোদয়কে অবগত করে তাঁর দিক নির্দেশনা মোতাবেক উদ্ধারকৃত নবজাতকে উক্ত গ্রামের নিঃসন্তান দম্পত্তি তাছলিমা আক্তার(২৮), স্বামী-আসমান গণির হেফাজতে প্রদান করেন। নিঃসন্তান তাছলিমা-আসমান গণি দম্পত্তি নবজাতক সন্তানকে পেয়ে খুবই আনন্দিত। অফিসার ইনচার্জ তাছলিমা-আসমান গণি দম্পত্তিকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করা সহ ভবিষ্যতে উক্ত নবজাতকের খোঁজ-খবর রাখার আশ্বাস প্রদান করেন।