বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক বাবু বিষ্ণুপদ চক্রবর্তী আর নেই। বুধবার(২৫ মে) সকাল ১০টা দিকে পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে সিংগাইর ডিগ্রী কলেজ ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তার মৃত্যুতে সিংগাইর প্রেসক্লাবের সভাপতি কোহিনূর ইসলাম রাব্বি গভীর শোক জ্ঞাপন করেছেন। এক শোক বার্তায় তিনি তিনি বলেন,স্যার ছিলেন অমায়িক ও শিক্ষার্থী প্রিয় অধ্যাপক ছিলেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি।