নিজস্ব প্রতিনিধি ঃঃ
সিংগাইর উপজেলার মেদুলিয়ার ড. রেজাউল করিম মানিকগঞ্জ দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের নয়া অধ্যক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের মরহুম মোঃ সালাউদ্দিন এবং মরহুমা রিজিয়া বেগমের সুযোগ্য সন্তান ড. রেজাউল করিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি ও একই বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতিতে পি.এইচডি ডিগ্রি অর্জন করেন।ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই ছেলের জনক। তার স্ত্রী ঢাকার একটি স্বনামধন্য কলেজে অধ্যাপনা করছেন।
তিনি ১৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন সদস্য হিসেবে সিভিল সার্ভিস শুরু করলেন। এর আগে তিনি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পদায়ন ছিলেন। এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে তাঁর মোট ১৪ টি প্রবন্ধ বই প্রকাশিত হয়েছে। শিক্ষা বিষয়ক বিভিন্ন সংগঠনে বিভিন্ন পদে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। লাভ করেছেন একাধিক এওয়ার্ড। জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বাইরের বিভিন্ন দেশে প্রশিক্ষণে ও ওয়ার্কসপে অংশগ্রহণ করেছেন। তিনি দেশের বিভিন্ন শিক্ষা মূলক কোর্সের রিসোর্স পারসন হিসেবে কাজ করেছেন।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন,সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষা মন্ত্রী ডা: দিপু মনি, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের মাননীয় সচিব ও মাননীয় মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি সংবাদ মাধ্যমকে আরো বলেন ‘আমার প্রাণের চেয়েও প্রিয় যে মাটিতে আমার জন্ম ও যেখানে আমার শৈশব এবং কৈশোর কালের হাজারো স্মৃতি তার ঋণ কিছুটা হলেও শোধ করতে এ মাটির মানুষের সামান্য উপকারে আমি যদি নিজেকে কাজে লাগাতে পারি তাহলে এ জীবন স্বার্থক মনে করবো।’ ছবি-সংগৃহীত