সিংগাইরে খাসেরচরের পুলিশ অফিসার মালেক অসুস্থ্য

সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের সাবেক মরহুম চেয়ারম্যান তালেব আলীর সুযোগ্য পুত্র ও
জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুলিশ অফিসার আবদুল মালেক রানা দিল্লি ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি মাল্টিপল মাই লামা রোগে আক্রান্ত। তিনি তাঁর রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে পরম করুণাময় মহান আল্লাহতালার কাছে তাঁর রোগ মুক্তির কামনা করা হয়েছে। তথ্যসূত্র-সংগৃহীত

শিরোনাম