সিংগাইরে ৮টি ইটভাটার অর্থদন্ড

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে রবিবার(৯ ফেব্রুয়ারি) ৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড করা হয়েছে।

অভিযানে অর্থদন্ড করা হয়েছে সেইসব ইটভাটাগুলো হচ্ছে,উপজেলার বলধারা ইউনিয়নের রামকান্তপুর এলাকার মেসার্স সফুর ব্রিকস ২ লক্ষ টাকা,মেসার্স রাকমান ব্রিকস ২ লক্ষ টাকা, খোলাপাড়া এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-১ কে ২ লক্ষ, মেসার্স আলী আকবর ব্রিকস-২ কে ২ লক্ষ,মেসার্স আলী আকবর ব্রিকস-৫ কে ৩ লক্ষ,মেসার্স আলী আকবর-৬ কে ১ লক্ষ,মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ প্রত্যেককে ২ লক্ষ টাকা।

শিরোনাম