সিংগাইরে ৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত-৩ : আহত-৫

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে প্রধান মহাসড়ক সহ বিভিন্ন সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। দুর্ঘটনার রথ টেনে ধরা একেবারেই মুশকিল হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (১৭ মে) দুপুরে সিংগাইর-মানিকনগর সড়কের লক্ষ্মীপুর এলাকায় ট্রাক চাপায় প্রাণ হারায় এলাকার হাতেম (৮০), সিএনজি যাত্রী নারায়ন। আহত হয় একাধিক যাত্রী। রোববার (১৬) মে সকাল ১০টার দিকে মহাসড়কের আজিমপুর খাড়াপাড়া মহল্লার সামনে মোটর সাইকেলের ধাক্কায় রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধা প্রাণ হারায়। আহত হয় ঐ মোটর সাইকেল আরোহী।

শনিবার (১৫ মে) বিকেলে ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের রিয়াজুল বেপারীর বিদেশ প্রত্যাগত পুত্র আরিফুল স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলে উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুরÑবাঘুলী পুলিশ ফাঁড়ির নিকটে গরুবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই আরিফুল মারা যায়। স্ত্রী রুমা সাভার এনাম মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে এ সংবাদ লেখা পর্যš মৃত্যুু সাথে পাঞ্জা লড়ছে।

শিরোনাম