সিংগাইরে ৩ ইটভাটা ও এক ভেকু চালককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ৩ ইটভাটা ও এক ভেকু চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

জানা গেছে,রোববার (২০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার দীপন দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দহর ইউনিয়নের রিফায়েতপুর চকে অভিযান চালায়। এ সময় ইউএনও দীপন দেবনাথ ঐ চকের সার্ক ইটভাটাকে ৫০ হাজার, এইচবিসিকে ৫০ হাজার, এনবিএমকে ১ লাখ ও ভেক্ চালক সাইদুর ব্যাপারীকে ২৫ হাজার টাকা জরিমানা করে।

শিরোনাম