সিংগাইরে ২৫ টি অসহায় পরিবারের মাঝে ছাগল দান করলেন এম এ সাত্তার

আব্দুল মোতালেব,সিংগাইর,মানিকগঞ্জ থেকেঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ২৫ টি অসহায় পরিবারের মাঝে আলহাজ্ব এম এ সাত্তার খান ফাউন্ডেশনের অর্থায়নে অসহায় ,অন্ধ, পঙ্গু, প্রতিবন্ধী, এতিম, প্যারালাইজড, গরীব মানুষের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা,গোলাই ও বলধারা ইউনিয়নের গোলাইডাংগা ,মগড়া কালিয়াকৈর ,বলধারা গ্রামের দুইটি ইউনিয়নের ২৫ টি পরিবারের মাঝে একটি করে ছাগল তুলে দেন আলহাজ্ব এম এ সাত্তার ফাউন্ডেশনের পরিচালক ও সমন্বয়ক এডভোকেট মোস্তাফিজ বিশ্বাস মিলন । এডভোকেট মোস্তাফিজ বিশ্বাস মিলন বলেন,সারা বছর এই কর্মসূচী উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়েক্রমে চলমান থাকবে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব এম এ সাত্তার খান এর অর্থায়নে ও নির্দেশনায় এ ছাগল বিতরন কর্মসূচী অব্যাহত থাকবে ।এ সময় ,২৫ টি পরিবারের ছাগল গ্রহণকারীরা ও সাংবাদিক, শিক্ষক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিরোনাম