কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জেলা গোয়েন্দা শাখা ডিবি হেরোইনসহ ৮ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে ৬২টি গ্রাম হেরোইন।
জানা গেছে, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে মানিকগঞ্জ ডিবির অভিযানিক দল এসআই মোঃ ফরহাদুজ্জামান ভুইয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিংগাইর থানাধীন বাড্ডা সাকিনস্থ জনৈক সমেজ এর “স“মিল এর সামনে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ আঃ রাজ্জাক (৪০), ২। মোঃ হাসাবুল ইসলাম ইকবাল ওরফে শেখ মোঃ ইকবাল (২৭), ৩। শিবলু (২৪), ৪। মোঃ শরিফ খান (৩২)দের ১১ ১৪.০৫ ঘটিকায় গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ডিবি ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।
অপরদিকে একই দিনে অপর একটি আভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে সিংগাইর থানাধীন ডেফলতলি সাকিনস্থ বাসুদেব এর মোটরসাইকেল এর গ্যারেজের সামনে হতে ১। মোঃ মিন্টু মিয়া (৩৯), ২। মোঃ শফিকুল (৩২), ৩। মোঃ জসিম (২৭), ৪। সোহাগ দেওয়ান (২৪)দের ১৫.১০ ঘটিকায় গ্রেফতার করেন। এ সময় তাদের কাছে থাকা ডিবি ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করে।