সিংগাইরে হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ গ্রেফতার

 

সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরের সন্তান ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। তবে তাকে নিজ বাড়ি নাকি অন্য বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাব জানিয়েছে, খালেদ সাইফুল্লাহ সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় রুজুকৃত মামলার আসামি। এ নিয়ে গত ১১ এপ্রিল থেকে হেফাজতে ইসলামের ১৪ জন নেতাকে গ্রেপ্তার করা হলো। আগে গ্রেপ্তারদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে গত সোমবার রাতে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ধানমন্ডির বাসায় দেখা করে দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার না করার অনুরোধ জানায়।

হেফাজতের যেসব নেতা ডিবির রিমান্ডে আছেন তাদের মধ্যে রয়েছেন- মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা যুবায়ের আহমেদ, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ইলিয়াস হামিদী, মুফতি শরীফুল্লাহ ও মাওলানা কোরবান আলী কাসেমী।

শিরোনাম