সিংগাইরে হত্যা মামলার আসামীদের বাড়ির মালামাল ও জমির ফসল লুটপাট

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের নাগর আলী হত্যা মামলার আসামীদের বাড়ির মালামাল ও জমির ফসল লুটপাটের অভিযোগ উঠেছে।আসামীরা জামিনে আসার পর এ ঘটনা প্রত্যক্ষ হয়। এরপর থেকেই চলছে তোলপাড়।

এলাকাবাসী ও আসামীরা জানান,২০২২ সালের ২৩ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঐ গ্রামের বাবর আলী,নাগর আলী গংদের সাথে মোহাম্মদ আলী,লুৎফর গংদের মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে আহতের ঘটনা ঘটে। আহত নাগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় মোহাম্মদ আলীকে প্রধান করে মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর আসামীরা পালিয়ে থাকার সময় মোহাম্মদ আলী পাল,লুৎফর পাল ও আতোয়ার পালের বাড়ির বিভিন্ন মালামাল ও জমির ফসল লুটপাট করে। আর এ ঘটনায় বাদী পক্ষ বাবর আলী গংদের ইন্ধন যোগায় ঐ এলাকার সাবেক ইউপি সদস্য নাসির।

এ ব্যাপারে মোহাম্মদ আলীর ভাই লুৎফর পাল জানান, আমাদের প্রায় ১ কোটি টাকার মালামাল লুটপাট করা হয়েছে। এ ব্যাপারে আইনের আশ্রয় নেয়া হবে।

শিরোনাম