সিংগাইরে হঠাৎ বড়লোক বনে যাবার স্বপ্নে ৩ পরিবার নি:স্ব

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে বড়লোক বনে যাবার স্বপ্নে ৩ পরিবার নি:স্ব। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তোলপাড় চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামের ওমর আলীর মেয়ে নূরজাহান(২৪), পৌর এলাকার ১ নং ওয়ার্ডের রবিউলের মেয়ে পায়েল(১৪) ও আনোয়ার হোসেনের স্ত্রী সুফিয়া বেগম(৫০) এর কাছে জিনের বাদশা পরিচয়ে স্বর্ণের মূর্তির বদলে পিতলের মূর্তি দিয়ে উক্ত ৩ পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম