সিংগাইরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
সিংগাইর-মানিকগঞ্জ সড়কে দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, সকাল ৯ টার দিকে হেমায়েতপুর অভিমুখী মাল বোঝাই একটি ইজি বাইক ধল্লা পুলিশ ফাঁড়ির নিকটে পৌঁছলে ঐ ইজিবাইকের যাত্রী ও সবজি ব্যবসায়ী কুদ্দুস আলী (৪০) এর গলার চাদর চাকার সাথে জড়িয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত ব্যক্তির বাড়ি বগুড়া জেলার শেরপুরের জইলা গ্রামে। তার পিতার নাম জামাল সরকার। নিহত কুদ্দুস আলী সাভারের বাগবাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে সবজি ব্যবসা চালিয়ে আসছিল।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সংবাদ জমিনকে এ খবর নিশ্চিত করেন ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর।

শিরোনাম