সিংগাইরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় ঘাতক স্বামী ধরা ছোঁয়ার বাইরে
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর পিতার বাড়িতে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় ঘাতক স্বামী ধরা ছোঁয়ার বাইরে।পুলিশ তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
জানা গেছে, কয়েক বছর পূর্বে উপজেলার ধল্লা ইউনিয়নের চর গাজিন্দা গ্রামের পলাশের ছেলে রাজু আহমেদ(২৬)এর সাথে পার্শ্ববর্তী জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের লুৎফর রহমানের মেয়ে মুক্তা আক্তার(২২)এর বিয়ে হয়।বিয়ের পর হতে পারিবারিক কলহ চলে আসছিল।এরই জের ধরে গত ১২ মার্চ বিকেলে রাজু শ্বশুর বাড়িতে প্রথমে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।তারপর উপর্যুপরি ছুরিকাঘাত করে স্ত্রীকে গুরুতর আহত করে।মুক্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।
এ ব্যাপারে থানা-পুলিশ জানায়,স্বামী রাজুকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।