সিংগাইরে স্বামীকে ধরিয়ে দিতে স্ত্রীর ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে প্রতারক স্বামীকে ধরিয়ে দিতে স্ত্রী ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। ঘটনাটি উপজেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খোঁজ নিয়েজানা গেছে, বিগত ২০২০ সালের ৩০ জানুয়ারী উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের (আগের ভাড়াটিয়া হিসেবে অস্থায়ী ঠিকানা : হোল্ডিং নং-ই-২৮/১, গেন্ডা, সাভার, ঢাকা) আয়নালের পুত্র আবু বকর সিদ্দিকের সাথে একই উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামের মজিবরের কন্যা শামছুন্নাহার এর ২ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে আদালতে বিয়ে হয়।

বিয়েয় পর প্রতারক স্বামী সিদ্দিক মোটা অংকের অর্থ, স্বর্ণ ও বিভিন্ন কাগজ পত্র নিয়ে গা-ঢাকা দেয়। উপায়ন্তর না পেয়ে শামছন্নাহার আদালতে মামলা করেন। মামলার পর হতে সাভারের গেন্ডা বাসা হতে অন্যত্র চলে যায় প্রতারক স্বামী ও তার পরিবার।মামলাটির তদন্তভার গ্রহণ করেছিলেন মানিকগঞ্জ পিবিআই এর উপর। পিবিআই সিদ্দিককে খুঁজছে।

সে গ্রেফতারের আড়ালে রয়েছে। অগত্যা প্রতারিত স্ত্রী শামছুন্নাহার প্রতারক স্বামীকে ধরিয়ে দেয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। তিনি জানান, আমি ন্যায় বিচার চাই, আর ন্যায় বিচার পেতে প্রশাসনের পাশাপাশি আমি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করতে বাধ্য হয়েছি।

শিরোনাম