সিংগাইরে স্ত্রীকে পুড়িয়ে মারার সেই সন্ত্রাসী সেলিম মন্ডল বিরুলিয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী !

সাভার প্রতিনিধি ঃঃ
সিংগাইরে স্ত্রীকে পুড়িয়ে মারার সেই ঘাতক স্বামী সেলিম মন্ডল বিরুলিয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী !ঢাকার সাভারের আলোচিত ঘটনা ছিল এটি। স্ত্রী হত্যার মামলার দায়ে তাকে যুবলীগ থেকে বহিস্কৃত করা হয়।

জানা যায়, যুবলীগের বহিস্কৃত নেতা সেলিম মন্ডল নিজের স্ত্রী কে হত্যা করে চাদরে মুড়িয়ে নিয়ে মানিকগঞ্জের সিংগাইরে একটি নির্জন এলাকা নিয়ে পেট্রোল দিয়ে স্ত্রীর মরদেহ টি পুড়িয়ে দেন তিনি। এ ব্যাপারে সিংগাইর থানায় মামলা হলে পুলিশ বিরুলিয়ায় সেলিম মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেলিম মন্ডল বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হন তার ভাই।

বিরুলিয়া ইউনিয়ন এর কয়েক জন ভোটারের সাথে কথা বলে জানা যায়, নিজের স্ত্রী যার কাছে নিরাপদ নয়, সে কখনোই বিরুলিয়া ইউনিয়নবাসিকে সেবা করবে কিভাবে? শীর্ষ সন্ত্রাসী ও স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি বহিস্কৃত যুবলীগ নেতা সেলিম মন্ডল চেয়ারম্যান হলে বিরুলিয়া ইউনিয়ন এর সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়বে তাতে কোন সন্দেহ নেই। সেলিম মন্ডল আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এ ব্যাপারে সাভার উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার না করার অনুরোধ করে জানান, কোন সন্ত্রাসী, খুনিকে আওয়ালীগ সমর্থন করে না। মনোনয়নতো দূরের কথা।

শিরোনাম