সিংগাইরে স্কুল ছাত্রকে মারধর করে টিকটক,কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিগঞ্জের সিংগাইরে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রকে মারধরসহ টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সাভার এবং সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকার আক্তার হোসেনের ছেলে নুরুজ্জামান মাহমুদ (১৬), শাহজাহান মিয়ার ছেলে রবিউল হাসান (১৭),আমজাদ হোসেনের ছেলে তামিম আহমেদ (১৫) ও ফরিদ মিয়ার ছেলে মো.ফারদিন (১৬)।

জানা যায়, গত ১০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ধল্লা ইউনিয়ন কাউন্সিলর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী গোলাম রাব্বি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধল্লা বাজারের আলী সুপার মার্কেটের গলিতে কিশোর গ্যাংয়ের সদস্য নুরুজ্জামান মাহমুদ, রবিউল হাসান, তামিম আহমেদ ও মো. ফারদিন তাকে মারধর করে এবং মারধরের ভিডিও ধারণ করে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। পরে বিষয়টি পুলিশ সুপার গোলাম আজাদ খাঁনের নজরে আসলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের শিক্ষার্থীকে মারধরের বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান। তথ্যসূত্র-দেশ রুপান্তর

শিরোনাম