মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়ন পরিষদে দেড়সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
ঈদপূর্ব বৃহস্পতিবার(২৮ এপ্রিল) সকাল থেকে একটানা দুপুর পর্যন্ত এ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সায়েস্তা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল হালিমসহ বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্যগণ।
চেয়ারম্যান আব্দুল হালিম জানান,অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে অনুরুপভাবে চাল বিতরণের কাজ আমাদের অব্যাহত থাকবে।