মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দানবীর ও ব্যবসায়ী আব্দুল হালিম জনমত জরিপে ব্যাপক এগিয়ে আছেন। তাকে নিয়ে এবার গণজাগরণ সৃষ্টি হয়েছে। ১১ নভেম্বর নির্বাচনে শায়েস্তাবাসী তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। ভোটার সাধারণ তার বিজয় ছাড়া কিছুই ভাবছে না। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
অসহায় জনগণের দরদী এ নেতা তৃণমূলে ক্লিন ইমেজ হিসেবে বেশ সু-পরিচিত। তার মত ক্লিন ইমেজ সম্পন্ন প্রার্থী দ্বিতীয়টি আর দেখা যায় না। ভোটার সাধারণ তাকেই সায়েস্তার ভবিষ্যতের কান্ডারী হিসেবে বেছে নিতে যাচ্ছেন। সফল ব্যবসায়ী হালিম একজন ন্যায় বিচারক, নম্র, ভদ্র ও বিনয়ী। ১১ নভেম্বর শান্তিপূর্ণ নির্বাচনে তিনি বিজয়ী হতে যাচ্ছেন বলে বিভিন্ন এলাকার ভোটার সাধারণ সংবাদ জমিনকে নিশ্চিত করেন। তারা এটাও বলছেন, কোন পেশী শক্তির নিকট তিনি হার মানবেন না।
হালিম জানান, শান্তিপূর্ণ নির্বাচনে তিনিই বিজয় লাভ করবেন এবং সে বিজয় শায়েস্তার জনগণের উৎসর্গ করা হবে।