সিংগাইরে সায়েস্তার কিনু সরকারি নয়, নিজ জমিতে মাটি ভরাট করছে

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের সায়েস্তা (ঋষিপাড়া) গ্রামের বাচ্চুর পুত্র কেরামত আলী ওরফে কিনুর বিরুদ্ধে মাটি ভরাট করে সরকারি সম্পত্তি দখল নয়, বরঞ্চ নিজ পতিত ৪০ শতাংস ভূমিতে মাটি ভরাট করে বসতবাড়ি নির্মাণের চেষ্টা করছে। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্ত মূলক সংবাদ প্রকাশ করা হয়েছে।

সরেজমিন তদন্তে জানা গেছে, সায়েস্তা মৌজার আরএস-৩৫৮৪, ৩৫৮৫, ৩৫৮৬, ৩৫৮৭ এর দাগে মোট ৪০ শতাংস জমি প্রয়াত লক্ষণ চন্দ্র ঋষির পুত্র সুনিল, সুবাস, সুরেশ, সুকুমার ও শুকনাল চন্দ্র ঋষির কাছ থেকে ক্রয় সূত্রে মালিক হন বাচ্চুর পুত্র কেরামত আলী ওরফে কিনু, দিদার আলী ও মামুন। দলিল সম্পাদিত হয় ২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারী। নাম জারি হয় ২০১৫ সালের ২১ ডিসেম্বর। সর্বশেষ এ জমির খাজনা পরিশোধ করা হয়েছে ২০২১ সালের ৫ জানুয়ারী।

কিনু সাংবাদিকদের জানান, সিংগাইর-মানিকনগর সড়কের পাশে ঋষিপাড়া এলাকায় আমার জমি। ঐ জমিতে বসতবাড়ি নির্মাণের জন্য মাটি ফেলতে গেলে এলজিইডির কিছু ভূমিতে মাটি ভরাট করে আমার জমিতে মাটি ফেলার কাজ করছি মাত্র। এখানে কোটি টাকার খাস জমি দখলের ঘটনা কিভাবে ঘটল, আমার বুঝে আসে না।এলজিইডির জায়গা ভরাট ছাড়া আমার জায়গায় মাটি ফেলা কোন ক্রমেই সম্ভব না।

 

স্থানীয় ভূমি অফিসের সহকারি কর্মকর্তা উম্মে সালমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

শিরোনাম