কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে দক্ষিণ সাহরাইলে সম্প্রতি ঘূর্ণিঝড় এলাকা কোন নেতা পরিদর্শনে আসেনি।কেউ অসহায় মানুষের খোঁজ খবর রাখেনি।বৃহস্পতিবার(২৬ অক্টোবর)দুপুরে উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মানকিগঞ্জ-২ আসনের এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগম।তিনি আরো বলেন,ষড়যন্ত্র হবে,আর সে ষড়যন্ত্র সম্পর্কে আপনাদের সজাগ থাকার আহবান জানাচ্ছি।অনুষ্ঠান শেষে ৬৩টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি শহিদুর রহমান শহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক উবায়েদুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কহিনুর ইসলাম সানি, যুব ও ক্রীড়া সম্পাদক আবুল হোসেন মারুফ, সায়েস্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম,সাধারণ সম্পাদক টিপুসহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।