কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিল,স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্র জাল করার অভিযোগে স্টুডিও মালিক সুমনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
পরিষদ ও থানা সূত্রে জানা গেছে,উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিউরি গ্রামের ইদ্রিস আলীর পুত্র পিয়ার আলী দীর্ঘদিন ধরে চেয়াম্যানের সিল,স্বাক্ষর,জন্ম ও নাগরিকত্ব সনদ,ট্যাক্স আদায়ের রশিদ, প্রত্যয়নপত্র, বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধন ফরম ও নকল পাশপোর্ট তৈরি করে রমরমা জালিয়াতির ব্যবসা চালিয়ে আসছিল।জনগণের কাছ থেকে হাতিয়ে নিয়ে আসছিল মোটা অংকের অর্থ।সম্রতি ঐ ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামের সাহাদুলের ছেলে সুমন পরিষদের কার্যালয়ে এসে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধন ফরম নং-২,বিধি-১০ দ্রষ্টব্য ফরম নম্বর,এনআইডি ১১৩৩৩৮৫১৪ সত্যায়িত করতে অনুরোধ করেন। এরপর পর্যালোচনা করে দেখা যায়,ঐ ফরমের সাথে সায়েস্তা ইউনিয়ন পরিষদের সিল,স্বাক্ষর ও উল্লেখিত কাগজপত্র নকল করা হয়েছে।পরে জিজ্ঞাসাবাদে সুমন জানায়,অর্থের বিনিময়ে সাহরাইল বাজারের মায়ের দোয়া স্টুডির মালিক তাকে এসব তৈরি করে দিয়েছে। তাৎক্ষণিক সুমনকে তলব করা হয় ইউনিয়ন পরিষদে।সুমন ঘটনার সত্যতা স্বীকার করে।তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করা হয়।সায়েস্তা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল হালিম জানান,শুধু সুমন নয়,সুমনের এ জালিয়াতির ব্যবসার সাথে একটি সিন্ডিকেট জড়িত।সিন্ডিকেটের সকল সদস্যকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।
থানার ওসি মিজানূর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।প্রতারক সুমনের সাথে অন্য কেউ বা কারা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও অনুরুপ ব্যবস্থা নেয়া হবে।